আকাশ জাতীয় ডেস্ক:
ফেনীর দাগনভুঞায় উপসর্গ ছাড়াই আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলি রেলওয়ে হাউজিং সোসাইটি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি পাঠানো হয়।
বুধবার রাতে সেখান থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ জনসহ জেলায় চারজনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন দৈনিক আকাশকে জানান, ওই কর্মকর্তা পৌর শহরের বাসায় ব্যাচেলর থাকেন। বৃহস্পতিবার ঊধ্বর্তন কর্তপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হোসেন দৈনিক আকাশকে জানান, আক্রান্ত ব্যক্তির অসুস্থতা ছিল বলে তার জানা নেই।
আকাশ নিউজ ডেস্ক 
























