ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

শ্রমিক সঙ্কট দূর করলেন মাশরাফি, কৃষকদের ধান কাটবে মেশিন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে এলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

কৃষকদের ধান কাটতে কম্বাইন হারভেস্টার এবং একটি রিপার মেশিন দিয়েছেন মাশরাফি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সামনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা মেশিন দুটি কৃষকদের হাতে তুলে দেন।

মাশরাফির নির্দেশনায় তার প্রতিনিধি তাইজুল ইসলাম, হারভেস্টার ক্রয়কারী হবখালী ইউপি চেয়ারম্যান ও কৃষক রিয়াজুল ইসলাম চঞ্চল এবং রিপার ক্রয়কারী নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার কৃষক মো. আকছির শেখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২১ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি একটি ডিও লেটার পাঠান। ওই লেটারের ভিত্তিতে নড়াইল জেলার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে দুটি কম্বাইন হারভেস্টার ও তিনটি রিপার মেশিন বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সদরে একটি কম্বাইন হারভেস্টার ও দুটি রিপার এবং কালিয়া উপজেলায় একটি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেয়ার কথা বলা হয়। জেলার চাহিদার ভিত্তিতে পরে আরও চারটি কম্বাইন হারভেস্টার দেয়া হবে।

কম্বাইন হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ জমির ধান কাটতে সক্ষম বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩০৭ মেট্রিক টন। স্মরণকালের মধ্যে এবার বাম্পার ফলন হয়েছে ধানের।

চিন্ময় রায় আরও বলেন, জেলার চাহিদা থাকায় সদরের জন্য আরও তিনটি এবং লোহাগড়া উপজেলার জন্য একটি কম্বাইন্ড হারভেস্টার আনার প্রক্রিয়া চলছে। অত্যাধুনিক এসব মেশিন জেলার কৃষি শ্রমিক সঙ্কট মোকাবিলায় এবং কৃষকরা দ্রুত সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক সঙ্কট দূর করলেন মাশরাফি, কৃষকদের ধান কাটবে মেশিন

আপডেট সময় ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে এলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

কৃষকদের ধান কাটতে কম্বাইন হারভেস্টার এবং একটি রিপার মেশিন দিয়েছেন মাশরাফি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সামনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা মেশিন দুটি কৃষকদের হাতে তুলে দেন।

মাশরাফির নির্দেশনায় তার প্রতিনিধি তাইজুল ইসলাম, হারভেস্টার ক্রয়কারী হবখালী ইউপি চেয়ারম্যান ও কৃষক রিয়াজুল ইসলাম চঞ্চল এবং রিপার ক্রয়কারী নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার কৃষক মো. আকছির শেখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২১ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি একটি ডিও লেটার পাঠান। ওই লেটারের ভিত্তিতে নড়াইল জেলার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে দুটি কম্বাইন হারভেস্টার ও তিনটি রিপার মেশিন বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সদরে একটি কম্বাইন হারভেস্টার ও দুটি রিপার এবং কালিয়া উপজেলায় একটি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেয়ার কথা বলা হয়। জেলার চাহিদার ভিত্তিতে পরে আরও চারটি কম্বাইন হারভেস্টার দেয়া হবে।

কম্বাইন হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ জমির ধান কাটতে সক্ষম বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩০৭ মেট্রিক টন। স্মরণকালের মধ্যে এবার বাম্পার ফলন হয়েছে ধানের।

চিন্ময় রায় আরও বলেন, জেলার চাহিদা থাকায় সদরের জন্য আরও তিনটি এবং লোহাগড়া উপজেলার জন্য একটি কম্বাইন্ড হারভেস্টার আনার প্রক্রিয়া চলছে। অত্যাধুনিক এসব মেশিন জেলার কৃষি শ্রমিক সঙ্কট মোকাবিলায় এবং কৃষকরা দ্রুত সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন।