ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

চাঁদপুরে আরো একজনের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর জেলা ও উপজেলা থেকে করোনাভাইরাসের সংগৃহীত নমুনার অপেক্ষমান ৭৩টির মধ্যে ২৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। ২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন একজনসহ চাঁদপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

শুক্রবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত রোগী সদর উপজেলার কামরাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক রোগীর শ্যালিকা। তিনি ওই বাড়িতেই আছেন।

কামরাঙ্গায় নিহতের বাড়ি মতলব উত্তর উপজেলায়। তিনি থাকতেন নারায়ণগঞ্জে। তিনি শ্বশুরবাড়িতে মৃত্যুর পরে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার শ্বশুর পরিবারের নয়জনের করোনা রিপোর্টের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আরো দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ ওই পরিবারের তিনজন আক্রান্ত এবং বাকি ছয়জনের রিপোর্ট নেগেটিভ।

রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী জানান, নতুন আক্রান্ত নারী বিবাহিত। তার একজন শিশু সন্তান রয়েছে। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, প্রজেটিভ রিপোর্ট আসা নারীর শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই নারী বাড়িতেই চিকিৎসা নেবেন। বেশি অসুস্থতা দেখা দিলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ১৮৪ জনের। শুক্রবারের ২৩ জনসহ ঢাকা থেকে সর্বমোট রিপোর্ট এসেছে ২০৭ জনের। বর্তমানে ৫০ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

অন্যদিকে গত বুধ ও বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ফরিদগঞ্জ উপজেলার একজন নারী ও কিশোরীর মৃত্যু হয়। তাদের রিপোর্ট এখন পর্যন্ত জানা যায়নি।

জেলার প্রথম আক্রান্ত করোনা রোগী নারায়ণগঞ্জ থেকে আসা মতলব উত্তরের জামাই সুজন সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরেছেন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তিনিও সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার ঢাকা থেকে তার মতলবে আসার কথা রয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট ফারুক হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪৮ ঘণ্টা পরে তার আবারও নমুনা সংগ্রহ করে ঢাকায় রিপোর্ট পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

চাঁদপুরে আরো একজনের করোনা শনাক্ত

আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর জেলা ও উপজেলা থেকে করোনাভাইরাসের সংগৃহীত নমুনার অপেক্ষমান ৭৩টির মধ্যে ২৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। ২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন একজনসহ চাঁদপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

শুক্রবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত রোগী সদর উপজেলার কামরাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক রোগীর শ্যালিকা। তিনি ওই বাড়িতেই আছেন।

কামরাঙ্গায় নিহতের বাড়ি মতলব উত্তর উপজেলায়। তিনি থাকতেন নারায়ণগঞ্জে। তিনি শ্বশুরবাড়িতে মৃত্যুর পরে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার শ্বশুর পরিবারের নয়জনের করোনা রিপোর্টের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আরো দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ ওই পরিবারের তিনজন আক্রান্ত এবং বাকি ছয়জনের রিপোর্ট নেগেটিভ।

রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী জানান, নতুন আক্রান্ত নারী বিবাহিত। তার একজন শিশু সন্তান রয়েছে। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, প্রজেটিভ রিপোর্ট আসা নারীর শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই নারী বাড়িতেই চিকিৎসা নেবেন। বেশি অসুস্থতা দেখা দিলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ১৮৪ জনের। শুক্রবারের ২৩ জনসহ ঢাকা থেকে সর্বমোট রিপোর্ট এসেছে ২০৭ জনের। বর্তমানে ৫০ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

অন্যদিকে গত বুধ ও বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ফরিদগঞ্জ উপজেলার একজন নারী ও কিশোরীর মৃত্যু হয়। তাদের রিপোর্ট এখন পর্যন্ত জানা যায়নি।

জেলার প্রথম আক্রান্ত করোনা রোগী নারায়ণগঞ্জ থেকে আসা মতলব উত্তরের জামাই সুজন সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরেছেন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তিনিও সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার ঢাকা থেকে তার মতলবে আসার কথা রয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট ফারুক হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪৮ ঘণ্টা পরে তার আবারও নমুনা সংগ্রহ করে ঢাকায় রিপোর্ট পাঠানো হবে।