আকাশ জাতীয় ডেস্ক:
ত্রাণের দাবিতে রাজধানীর কালশী রোডে বিক্ষোভ করেছে বিহারি জনগোষ্ঠী। করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে কার্যত লকডাউনের পর থেকে দীর্ঘ ২৮ দিন তারা কোনো সাহায্য ও ত্রাণ না পাওয়ায় এ বিক্ষোভ করেন তারা।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় মিরপুরের কালশী রোড অবরোধ করে মুড়াপাড়া ক্যাম্প, রাবেতা ক্যাম্প, রহমত ক্যাম্পের লোকেরা এ বিক্ষোভ করেন।
মুড়াপাড়া ক্যাম্পের বাসিন্দা মনু বলেন, ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমরা কোনো প্রকার সাহায্য বা ত্রাণ কারও কাছ থেকে পাইনি। এ কারণে বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছিক পল্লবী থানার এক কর্মকর্তা বলেন, বিকেলে কালশী রোডে বিহারিরা ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















