ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ক্রীড়া উপদেষ্টার ভুল নীতি আর ব্যক্তিগত প্রভাবের কারণে ক্রিকেট বোর্ড কলঙ্কিত: আমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একজন সাবেক ক্রীড়া উপদেষ্টার ভুল নীতি আর ব্যক্তিগত প্রভাবের কারণে বোর্ড তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাঠে আমাদের পারফরম্যান্সে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সংকটের জন্য বিসিবির ‘ব্যর্থ কূটনীতিকে’ দায়ী করে তিনি বলেন, আইসিসি বা অন্যান্য শক্তিশালী বোর্ডগুলোর সঙ্গে আমাদের ক্রিকেট কূটনীতি এখন তলানিতে। যথাযথ আলোচনা ও প্রভাব বিস্তারে ব্যর্থ হওয়ার কারণে আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারছি না। দেশের ক্রিকেটের স্বার্থ সবার আগে হওয়া উচিত ছিল, কিন্তু বর্তমান বোর্ড সেই আস্থার জায়গা ধরে রাখতে পারেনি।

ক্রীড়াঙ্গনে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ক্রিকেট বা ফুটবল, কোনো মাধ্যমই কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জায়গা হতে পারে না। ক্রিকেটের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। ভবিষ্যতে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সাবেক ক্রীড়া উপদেষ্টার ভুল নীতি আর ব্যক্তিগত প্রভাবের কারণে ক্রিকেট বোর্ড কলঙ্কিত: আমিনুল

আপডেট সময় ১০:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একজন সাবেক ক্রীড়া উপদেষ্টার ভুল নীতি আর ব্যক্তিগত প্রভাবের কারণে বোর্ড তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাঠে আমাদের পারফরম্যান্সে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সংকটের জন্য বিসিবির ‘ব্যর্থ কূটনীতিকে’ দায়ী করে তিনি বলেন, আইসিসি বা অন্যান্য শক্তিশালী বোর্ডগুলোর সঙ্গে আমাদের ক্রিকেট কূটনীতি এখন তলানিতে। যথাযথ আলোচনা ও প্রভাব বিস্তারে ব্যর্থ হওয়ার কারণে আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারছি না। দেশের ক্রিকেটের স্বার্থ সবার আগে হওয়া উচিত ছিল, কিন্তু বর্তমান বোর্ড সেই আস্থার জায়গা ধরে রাখতে পারেনি।

ক্রীড়াঙ্গনে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ক্রিকেট বা ফুটবল, কোনো মাধ্যমই কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জায়গা হতে পারে না। ক্রিকেটের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। ভবিষ্যতে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা উচিত।