আকাশ জাতীয় ডেস্ক :
দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন বাউফলের বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
ড. মাসুদ এ সময় মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করিয়ে দেন। পরে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় তার সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এসএম আমিনুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দল ছেড়ে জামায়াতে যোগদান করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















