ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট এ দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে সেটি হলো- শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোটকে বিজয়ী এবং ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন ৩০০ নম্বর আসনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।

এনসিপির নির্বাচনি পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ, ১১ দলীয় ঐক্য জোটের বান্দরবন আসনের সংসদ সদস্য প্রার্থী সুজা উদ্দিন, এনসিপির চট্টগ্রাম অঞ্চলের সংগঠক সাগুফতা বুশরা মিশমা, এসএম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট এ দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে সেটি হলো- শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোটকে বিজয়ী এবং ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন ৩০০ নম্বর আসনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।

এনসিপির নির্বাচনি পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ, ১১ দলীয় ঐক্য জোটের বান্দরবন আসনের সংসদ সদস্য প্রার্থী সুজা উদ্দিন, এনসিপির চট্টগ্রাম অঞ্চলের সংগঠক সাগুফতা বুশরা মিশমা, এসএম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।