আকাশ নিউজ ডেস্ক :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। ভিন্ন ভিন্ন তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগে ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডে মেডিক্যাল অফিসার, সাইকোলজিস্ট, নিরাপত্তা কর্মী, ফায়ার সার্ভিস সদস্য থেকে শুরু করে টেকনিক্যাল ও সহায়ক স্টাফসহ বিভিন্ন স্তরের মোট ৫২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও পদ সংখ্যা:
অন-সাইট ফায়ার স্টেশন বিভাগ
১. উপব্যবস্থাপক (ফায়ার স্টেশন)-০১
২. সহকারী ব্যবস্থাপক (ফায়ার স্টেশন)-০১
৩. সিনিয়র ফায়ার অফিসার-০১
৪. ফায়ার সুপারভাইজার-০৪
৫. ফায়ার লিডার-০৫
৬. সিনিয়র ফায়ার ফাইটার-১২
নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা সেবা বিভাগ
৭. ইন্সপেক্টর (এনপিপি স্টেশন সিকিউরিটি পেট্রল এক্সামিনেশন)-০৫
৮. ভেহিকেল ইন্সপেক্টর-০১
০৯. জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর-৬০
১০. জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার-৫০
১১. সিকিউরিটি অ্যাটেনডেন্ট-১৪৫
মনোবিজ্ঞানী ও মেডিক্যাল অফিসার
১২. ডেপুটি ম্যানেজার (সাইকোলজি)-০১
১৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাইকোলজি)-০৩
বিভিন্ন বিষয়/বিভাগের কর্মকর্তা
১৪. মেডিক্যাল অফিসার-০৩
১৫. সহকারী ব্যবস্থাপক-
বিভাগ ও পদসংখ্যা:
ইলেকট্রিক্যাল–০৭
ইলেকট্রনিকস–১১
কেমিস্ট্রি-০৮
১৬. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস)-০৩
১৭. উপসহকারী ব্যবস্থাপক (সামাজিক ও পরিবেশ ইউনিট)-০৩
বিভিন্ন বিষয়/বিভাগের বিশেষায়িত টেকনিক্যাল স্টাফ
১৮. অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর-০৪
১৯. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর-০৪
২০. ট্রেইলার/ফর্কলিফট অপারেটর- ০২
২১. জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং)- ০৫
২২. মিলিং মেশিন অপারেটর-০৩
২৩. পলিশার-০১
২৪. রিগার- ১০
বিভিন্ন বিষয়/বিভাগের টেকনিক্যাল স্টাফ
২৫. টেকনিশিয়ান/ফিটার-২১
২৬. জুনিয়র টেকনিশিয়ান
বিভাগ ও পদসংখ্যা
ইলেকট্রনিকস–০৪
কুলিং অ্যান্ড এয়ারকন্ডিশনিং–০৩
মেকানিক্যাল–০৭
ফিজিকস/কেমিস্ট্রি (ল্যাব)–১১
ডিকনটামিনেশন স্টাফ
২৭. ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট (ইকুইপমেন্ট ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট/ প্রিমিসেস ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট/স্যানিটারি এয়ারলক অ্যাটেনডেন্ট। অ্যাকটিভ লন্ড্রি অ্যাটেনডেন্ট)-১৯
নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা সেবা বিভাগ
২৮. প্রকৌশলী
বিভাগ ও পদসংখ্যা:
সার্ভার–০৪
কোয়ালিটি–০১
সফটওয়্যার/ প্রোগ্রামিং–০১
সাইবার সিকিউরিটি–০১
ইলেকট্রনিকস–১০
২৯. সিনিয়র উপসহকারী প্রকৌশলী
বিভাগ ও পদসংখ্যা:
অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম–০১
ইলেকট্রনিক মেইনটেন্যান্স–০১
৩০. উপসহকারী প্রকৌশলী
বিভাগ ও পদসংখ্যা:
অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম-১৫
অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম–১৫
ইলেকট্রনিক মেইনটেন্যান্স–০৩
সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট–০৫
৩১. উপসহকারী ব্যবস্থাপক (সিকিউরিটি অ্যানালাইসিস)-০২
৩২. টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
বিভাগ ও পদসংখ্যা:
ওয়্যার হাউসম্যান–০১
রেকর্ডকিপার–০১
৩৩. জুনিয়র টেকনিক্যাল এ্যাটেনডেন্ট-০৩
অন-সাইট ফায়ার স্টেশন বিভাগ
৩৪. ফায়ার অফিসার-০১
৩৫. অগ্নিনির্বাপক গাড়িচালক-১০
৩৬. ফায়ার ফাইটার-২৩
৩৭. মেকানিক-০১
৩৮. ওয়ার্কশপ হেলপার-০১
৩৯. অটো ইলেকট্রিশিয়ান-০১
৪০. হোজ রিপেয়ারার-০১
৪১. টায়ারম্যান-০১
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্তদের বেতন গ্রেডভিত্তিক হবে।
সর্বোচ্চ বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
সর্বনিম্ন বেতন: ১৭,৪০০ টাকা (গ্রেড-১৯)
এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে ক্লিক করুন https://npcbl.teletalk.com.bd/ এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্ত ও নির্দেশনার জন্য ভিজিট করুন https://rooppurnpp.gov.bd/ অথবা https://npcbl.gov.bd এই লিংকগুলোতে।
আবেদনের শেষ তারিখ:
১২ থেকে ২৭ নম্বর পদের আবেদন শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ। অন্যান্য সব পদের আবেদন শুরু হবে ২২ জানুয়ারি ২০২৬ তারিখ।
সব পদের আবেদনের শেষ তারিখ
১০ ফেব্রুয়ারি, ২০২৬।
আকাশ নিউজ ডেস্ক 
























