অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম জিহাদিরা প্রতিশোধমূলক হামলা চালিয়ে ৬ গ্রামবাসীকে হত্যা করেছে। লড়াইরত একটি মিলিশিয়া গ্রুপ এ কথা জানায়। এ খবর প্রকাশ করেছে এএফপি।
খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ২টার দিকে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের কিজিমাতারি গ্রামে বোকো হারামের নয় যোদ্ধা প্রবেশ করে এবং ছয় ব্যক্তির ঘরে ঢুকে তাদের হত্যা করে। স্থানীয় জিহাদি বিরোধী মিলিশিয়া বাহিনীর প্রধান ইব্রাহিম লিমান বলেন, ‘হামলাকারীরা পার্শ্ববর্তী একটি সামরিক ফাঁড়ি এড়িয়ে জঙ্গল পথে ওই গ্রামে প্রবেশ করে এ বর্বরতা চালায়।
তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে গ্রামের প্রধান রয়েছেন। এটি সুস্পষ্ট যে নিহতদের আগে থেকেই চিনে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা কুলো মুসা জানান, হামলাকারীদের কাছে বন্দুক থাকলেও তারা হামলায় ছুরি ব্যবহার করে। বোকো হারামের দুই সদস্যকে গ্রেফতারের প্রতিশোধ নিতেই তারা এ হত্যাযজ্ঞ চালায়।
আকাশ নিউজ ডেস্ক 
























