আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাস শনাক্ত করতে গণস্বাস্থ্য কেন্দ্রের কীট উৎপাদন শুরু হয়েছে। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে তা সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমাদের দেওয়া স্যাম্পল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অনুমোদন দিলে আমরা প্রাথমিকভাবে ১ লাখ করোনা শনাক্তকরণ কীট সরকারকে দিতে চাই।
আজ মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা শনাক্তের ‘রেপিট ডট ব্লট’ কীটের স্যাম্পল হস্তান্তর বিষয়ে এ তথ্য জানান। এরআগে, বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে কীট উৎপাদনের কাজ বন্ধ ছিলো। তিনি আরও বলেন, গত ১১ এপ্রিল হস্তান্তরের কথা ছিলো। কিন্তু একটু সমস্যার জন্য তা আর সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহেই কীট হস্তান্তর করা হবে। সরকার চাইলে আমরা পর্যায়ক্রমে ২ কোটি করোনা শনাক্তের ‘রেপিট ডট ব্লট’ কীট দিতে পারবো।
আকাশ নিউজ ডেস্ক 



















