অাকাশ জাতীয় ডেস্ক:
কচুয়া উপজেলা জাতীয় পার্টির তৃণমূল ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৯নং কড়ইয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ডুমুরিয়া বাজারে এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব সংহতির সহ-সভাপতি মোঃ এমদাদুল হক রুমন।
ইউনিয়ন যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, যুব সংহতির কচুয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদার। বক্তব্য রাখেন, যুব সংহতি নেতা রফিকুল ইসলাম মোল্লা, মিজানুর রহমান খান, মাহাবুব আলম স্বপন, হানিফ মিয়াজী, তাজু মেম্বার ও এরশাদ মুন্সি প্রমুখ।
সম্মেলনে জহিরুল ইসলাম মজুমদার সভাপতি, আব্দুস সোবহান পাটোয়ারী সাধারণ সম্পাদক ও মামুন মিয়াকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। একই দিনে এমদাদুল হক রুমন উপজেলার ৪ ও ৫নং ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
মো: আলমগীর তালুকদার, কচুয়া প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























