আকাশ বিনোদন ডেস্ক :
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরে মিস ওয়ার্ল্ড ২০০৮’র সেরার মুকুট পড়লেন মেক্সিকান তরুণী ভেনেসা পনসে দে লিওন। নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে গতবারের বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।
শনিবার সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন। এবার ১১৮ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকরা লিওনকে বিজয়ী ঘোষণা করেন।
প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের রমণী নিকোলেনে পিছাপা লিমসনসুকান।
এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ৩০ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছে। বাংলাদেশ ছাড়াও বাদ পড়েছে গতবারের বিজয়ী দেশ ভারতও।
যারা মিস ওয়ার্ল্ড হতে ঐশীকে ভোট করেছেন, তাদের জন্য সুসংবাদ। মিস ওয়ার্ল্ডের সেরা ২০-এর তালিকায় জায়গা করে নিয়েছেন এ সুন্দরী। অর্থাৎ ঐশী এখন বিশ্বের সেরা ২০ সুন্দরীর
আকাশ নিউজ ডেস্ক 























