অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের নিজ দলীয় মনোনয়ন পত্রের সমালোচনা করে তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দেয়ার পাশপাশি চ্যালেন্জ চুড়ে দিয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের আওয়ামী লীগের ড: মহীউদ্দীন খান আলমগীর অনুসারী স্বল্প সংখক নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলন করে তারা বলেন আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র ডঃ মহীউদ্দীন খান আলমগীরের পক্ষেই কাজ করবেন অন্যথায় পদত্যাগের হুঁশিয়ারী দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির।

অপর মনোনয়ন প্রাপ্ত প্রার্থি মোঃ গোলাম হোসেনকে তারা আওয়ামী সংগঠনে নয় বলে দাবি করেন। মনোনয়ন পত্রে মোঃ গোলাম হোসেনের নাম থাকাতে নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য চাঁদপুর-১ (কচুয়া) আসনের আওয়ামী লীগের দুই জনকে মনোনয়ন দিয়েছেন। প্রার্থিতা চুড়ান্ত না হওয়ায় সর্বমোট ১০ আসনে দৈত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনের আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। উক্ত সংবাদ সম্মেলন স্বাক্ষরকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির একসাথে তিনজনই বিগত ইউপি নির্বাচনে নিজ নিজ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করাতে পারেননি।
এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সঙ্গে যোগাযোগ করলে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। কেউ দলের নির্দেশ অমান্য করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি সব ধরনের সুযোগ-সুবিধা ও দলীয় অবস্থান থেকে বঞ্চিত করা হবে। এমনকি কারও কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতে চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরই মধ্যে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমাদের জোটের ঐক্য ঠিক রাখতে হবে। সে কারণে দল ও জোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে। দল ও মহাজোট ক্ষমতায় এলে সবাইকে মূল্যায়ন করা হবে। এটাই দলীয় সিদ্ধান্ত। এর বাইরে গিয়ে কেউ বিদ্রোহী হলে দলের গঠনতন্ত্র অনুসারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























