আকাশ নিউজ ডেস্ক:
বিমানযাত্রীর সঙ্গে হাস্যকর কাণ্ড করে আলোচিত এক বিমানবালা।
জানা গেছে, বিমানের এক যাত্রীর সমস্যা সমাধানেই তিনি হাস্যকর ওই কাণ্ডটি করেন।
ডেইলি মিররের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জাপানের একটি ফ্লাইটে জানালার পাশে সিট না পেয়ে বিরক্ত হন এক যাত্রী।
তিনি বিমানবালাকে অভিযোগ করেন, এখানে তিনি বসবেন না।
অনেক অনুরোধ সত্বেও তিনি কোনোভাবেই ওই আসনে বসতে রাজি হননি।
কিছুক্ষণ পর দেখা যায় ওই যাত্রী বিমানের অন্য একটি আসনে বসতে চাচ্ছেন যে আসন ইতিমধ্যে অন্য যাত্রীর জন্য বরাদ্দ।
ঠিক তখনই ওই যাত্রীর সমস্যা সমাধানের এক চমৎকার তবে হাস্যকর উপায় বের করেন বিমানবালা।
অনেকটা বিরক্ত হয়েই তিনি একটা কাগজে একটি জানালার ছবি এঁকে ওই যাত্রীর পাশের ফাঁকা দেয়ালে আটকে দেন।
ঘটনাটির ছবি জাপানিজ টুইটার ব্যবহারকারী @kooo_TmS-suke শেয়ার করে।
শেয়ারের সঙ্গেসঙ্গে ছবিটি ভাইরাল হয়ে পড়ে। একদিনেই ১৫ হাজার লাইক ও ৮ হাজার রিটুইট পায় পোস্টটি।
এই মজার ঘটনায় নানা হাস্যকর প্রতিক্রিয়ায় জানিয়েছেন নেটিজেনবিশ্ব।
দেখুন যাত্রীর সমস্যা সমাধানে বিমানবালার মজার সেই কাণ্ডটি:
আকাশ নিউজ ডেস্ক 
























