অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক দু’বারের পৌর মেয়র মো. হুমায়ন কবির প্রধান।
শনিবার (১৭ নভেম্বর) ঢাকার নয়া পল্টনস্থ বিনএপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভীর হাতে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে এক প্রতিক্রিয়ায় মো. হুমায়ুন কবির প্রধান বলেন, আমি দীর্ঘ দিন ধরে পরীক্ষিত কর্মী হিসেবে কচুয়ায় বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি এবং দলের সাধারন মানুষ ও নেতাকর্মীদের হয়ে কাজ করেছি।
তিনি আরও যোগ করেন, আমার বিশ্বাস কচুয়াবাসী আমাকে সুযোগ দিবে।
ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে কচুয়া আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























