অাকাশ বিনোদন ডেস্ক:
কীসের বিচ্ছেদ! ভাবখানা যেন এমনই। হাজারও গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে রোমান্টিক ডিনার ডেটে (রাতের খাবার খেলেন) গেলেন বলিউডের লাভবার্ড দীপিকা-রণবীর।
যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে কোনও দিনই মুখ খোলেননি। তবুও তাদের প্রেমের কথা বলিউডে সবার জানা। তবে গত দুদিন ধরে বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিচ্ছেদের খবর। স্বভাবতই কিছুটা মর্মাহত ছিলেন দীপিকা ও রণবীর সিংয়ের ভক্তরা। তবে মন খারাপের যে কিছুই নেই তা বোঝালেন দীপিকা-রণবীর।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, তারা একসঙ্গে আছেন। একথা জানান দিয়ে ডিনার ডেটে বের হন তারা। এদিন স্বভাবতই রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখে উপচে পড়েছিল ভক্তদের ভিড়।
আর ভিড়ের মধ্যে দীপিকা যাতে সুরক্ষিত থাকেন তা একেবারে দায়িত্বশীল প্রেমিকের মতই খেয়াল রাখছিলেন রণবীর। ডিনার ডেটে যাওয়ার ছবি তুলতে ভুল করেননি পাপারাজ্জিরাও।
আকাশ নিউজ ডেস্ক 






















