অাকাশ বিনোদন ডেস্ক:
বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। বক্স অফিস হিট করে আয়ের ক্ষেত্রে গড়ছে নিত্য নতুন রেকর্ড।
অক্ষয় অভিনীত সর্বশেষ ছবি ‘টয়লেট:এক প্রেম কথা’ ছবিটির ভবিষ্যত মনে হচ্ছে সেই পথেই। মুক্তির এক সপ্তাহ পেরোনোর পর এখন দ্রুত গতিতে ‘টয়লেট’ হাঁটছে একশো রুপির দিকে।
বক্স অফিস রেকর্ড বলছে, মুক্তির প্রথম দিনেই টয়লেট আয় করেছে ১৩ কোটি রুপি। পঞ্চম দিনে সেটি বেড়ে হয়েছে ২০ কোটি রুপিতে। মুক্তির এক সপ্তাহেই আয় ৯৬ কোটি। নিশ্চিতভাবেই অক্ষয়-ভূমি জুটি অভিনীত ‘টয়লেট’ দ্বিতীয় সপ্তাহে ছাড়িয়ে যাবে একশো কোটি।
আকাশ নিউজ ডেস্ক 






















