ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

অর্থ আত্মসাৎ: সিভিল সার্জনসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যখাতে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।

এ ছাড়াও একই অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম এম এস কোর্সে দুই বছরের ছুটিতে যান। ওই পদে দায়িত্ব দেয়া হয় পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামকে।

২০১৭-১৯ অর্থ বছরে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কমিউনিটি বেইজ হেলথ কেয়ার (সিপিএইসসি) স্বাস্থ্য অধিদফতর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন খাতে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

সিভিল সার্জন ভুয়া বিল ভাউচার তৈরি করে বরাদ্ধের অনুকূলে খরচ দেখিয়ে পটুয়াখালী ইসলামী ব্যাংক শাখার মাধ্যমে নিজ নামে রংপুর সাউথ ইস্ট ব্যাংক এবং তার ছেলে ডা. জাহিদুল ইসলামের সৈয়দপুর সিটি ব্যাংক শাখার মাধ্যমে ২৬ লাখ ৬৭ হাজার ৯৮৯ টাকা পাঠিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদকের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাস ১৩ নভেম্বর পটুয়াখালী সদর থানায় সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলাম ও কলাপাড়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কলাপাড়া থানায় একই দিনে আরও একটি মামলা দায়ের করেন।

দুদক মামলায় উল্লেখ করে,স্বাস্থ্য অধিদফতর থেকে ২০১৭-১৮ অর্থবছরে কলাপাড়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত এবং রক্ষণাবেক্ষণ খাতে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। উল্লেখিত দুই ব্যক্তি পরস্পর যোগসাজশ করে ১০ লাখ টাকার মধ্যে ৯ লাখ ২৯ হাজার ৬৮৫ টাকা আত্মসাৎ করে অফিসে ভুয়া বিল ভাউচার সংরক্ষণ করেন।

আত্মসাতকৃত ৯ লাখ ২৯ হাজার ৬৮৫ টাকার মধ্যে ডা. চিন্ময় হাওলাদার পটুয়াখালী সিভিল সার্জনকে ৫ লাখ ৯৪ হাজার টাকা দেন এবং বাকি অর্থ নিজেই আত্মসাৎ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

অর্থ আত্মসাৎ: সিভিল সার্জনসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৮:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যখাতে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।

এ ছাড়াও একই অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম এম এস কোর্সে দুই বছরের ছুটিতে যান। ওই পদে দায়িত্ব দেয়া হয় পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলামকে।

২০১৭-১৯ অর্থ বছরে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কমিউনিটি বেইজ হেলথ কেয়ার (সিপিএইসসি) স্বাস্থ্য অধিদফতর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন খাতে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

সিভিল সার্জন ভুয়া বিল ভাউচার তৈরি করে বরাদ্ধের অনুকূলে খরচ দেখিয়ে পটুয়াখালী ইসলামী ব্যাংক শাখার মাধ্যমে নিজ নামে রংপুর সাউথ ইস্ট ব্যাংক এবং তার ছেলে ডা. জাহিদুল ইসলামের সৈয়দপুর সিটি ব্যাংক শাখার মাধ্যমে ২৬ লাখ ৬৭ হাজার ৯৮৯ টাকা পাঠিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদকের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাস ১৩ নভেম্বর পটুয়াখালী সদর থানায় সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে পটুয়াখালী সিভিল সার্জন ডা. শাহ মোজাহেদুল ইসলাম ও কলাপাড়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কলাপাড়া থানায় একই দিনে আরও একটি মামলা দায়ের করেন।

দুদক মামলায় উল্লেখ করে,স্বাস্থ্য অধিদফতর থেকে ২০১৭-১৮ অর্থবছরে কলাপাড়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত এবং রক্ষণাবেক্ষণ খাতে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। উল্লেখিত দুই ব্যক্তি পরস্পর যোগসাজশ করে ১০ লাখ টাকার মধ্যে ৯ লাখ ২৯ হাজার ৬৮৫ টাকা আত্মসাৎ করে অফিসে ভুয়া বিল ভাউচার সংরক্ষণ করেন।

আত্মসাতকৃত ৯ লাখ ২৯ হাজার ৬৮৫ টাকার মধ্যে ডা. চিন্ময় হাওলাদার পটুয়াখালী সিভিল সার্জনকে ৫ লাখ ৯৪ হাজার টাকা দেন এবং বাকি অর্থ নিজেই আত্মসাৎ করেন।