ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

তফসিলের পর আন্দোলনের কর্মসূচি নির্বাচনী আইনের লঙ্ঘন: কা‌দের

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লেছেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা যে বক্তব্য রাজশাহী‌তে দি‌য়ে‌ছেন,‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌রে কেউ দি‌তে পারেন না।

তিনি বলেন, গ‌রম গরম ভাষণ, আন্দোলন কর্মসূ‌চি দেয়া, নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পস্ট লঙ্ঘন।

শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন মন্তব্য ক‌রেন তিনি।

‌নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোন উৎসব না থাকার বিষ‌য়ে প্রতিক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন, বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই, তা জা‌নি না। ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন, এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।

জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাই‌লে তিন দি‌নের ম‌ধ্যে ইসিকে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, মেরুকরণ সমীকরণ চল‌ছে। আমরা সময় চাইবো।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন. আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

তফসিলের পর আন্দোলনের কর্মসূচি নির্বাচনী আইনের লঙ্ঘন: কা‌দের

আপডেট সময় ০১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লেছেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা যে বক্তব্য রাজশাহী‌তে দি‌য়ে‌ছেন,‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌রে কেউ দি‌তে পারেন না।

তিনি বলেন, গ‌রম গরম ভাষণ, আন্দোলন কর্মসূ‌চি দেয়া, নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পস্ট লঙ্ঘন।

শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন মন্তব্য ক‌রেন তিনি।

‌নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোন উৎসব না থাকার বিষ‌য়ে প্রতিক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন, বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই, তা জা‌নি না। ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন, এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।

জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাই‌লে তিন দি‌নের ম‌ধ্যে ইসিকে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, মেরুকরণ সমীকরণ চল‌ছে। আমরা সময় চাইবো।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন. আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।