অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনা সদর উপজেলায় একটি ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহানুরে আলম জানান, সকাল ৮টার দিকে এলাকাবাসী ক্ষেতে এক তরুণীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য কোথাও এই তরুণীকে গলা কেটে হত্যার পর লাশ নেত্রকোনা পৌরসভার হোসেনপুরের একটি ফসলি মাঠে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 





















