অাকাশ জাতীয় ডেস্ক:
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি সার্ভিস বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ৯টায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তবে উভয় ঘাটে যাত্রীবাহী বাসসহ যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। এ সময় প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ীঘাট সূত্রে জানা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঘনকুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার পুরত্ব বেড়ে দিকনির্দেশক বাতি, মার্কিং অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকে।
২ ঘণ্টা ফেরি চলার পর আবারও একই সমস্যায় দিবাগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ নদীতে ৫টি ফেরি নোঙর করে রাখতে বাধ্য হয়।
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রকোপ কমতে থাকলে সকাল ৯টার দিক ফেরি চলাচল শুরু হয়। তবে এখনও নদীতে কুয়াশা সম্পূর্ণ কাটেনি। উভয় ঘাটে যাত্রীবাহী বাসসহ যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, রাত ২টা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল, সকাল ৯টায় স্বাভাবিক হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























