অাকাশ স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার আকস্মিক এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে পুরো বার্সেলোনা শহর। অকস্মাৎ এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন, এছাড়া শতাধিক মানুষ হয়েছেন আহত। কিন্তু এই ধরনের হামলা এ শহরকে থামিয়ে রাখতে পারবেনা বলেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।
ম্যানচেস্টার সিটির এই ম্যানেজার বলেন, আমি নিশ্চিত এই শহর ও এই দেশ আবরো ঘুরে দাঁড়াবে ও সামনে এগিয়ে যাবে। আশা করছি শুধুমাত্র বার্সেলোনায় নয় সারা বিশে^ আর কখনই এই ধরনের ঘটনা ঘটবে না।
বৃহস্পতিবার বার্সেলোনার অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত পর্যটন এলাকা লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে ইচ্ছে করে ভ্যান চালিয়ে এই সন্ত্রাসী হামলা করা হয়। এছাড়াও নিকটবর্তী আরেক শহর কামব্রিলসেও পৃথক হামলা করা হয়। স্প্যানিশ পুলিশ এই ঘটনা সন্দেহভাজন চারজনকে আটক করেছে ও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।
ক্যাটালোনিয়ায় জন্মগ্রহণকারী গার্দিওলা বার্সেলোনার হয়ে খেলোয়াড় হিসেবে ১৬টি ও কোচ হিসেবে ১৪টি শিরোপা জিতেছেন। ৪৬ বছর বয়সী গার্দিওয়ালা বলেছেন, ‘অবশ্যই যা হয়েছে তাতে আমরা সবাই মর্মাহত। ক্ষতিগ্রস্ত সকল মানুষ ও তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। অবশ্যই লা রামব্লাস বার্সেলোনার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। এর আগে এই ধরনের ঘটনা ফ্রান্স ও লন্ডনেও ঘটেছে। এখন বার্সেলোনায় হলো যা সত্যিই দুঃখজনক। আমরা অবশ্যই এ সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠবো।’
আকাশ নিউজ ডেস্ক 
























