অাকাশ বিনোদন ডেস্ক:
দেশের লাখ লাখ মানুষ বন্যা কবলে পড়ে গৃহহারা হয়ে অসহায় জীবন যাপন করছেন। জীবন যুদ্ধের এই লড়াইয়ে হার মেনে মারাও যাচ্ছেন অনেকে। অসামান্য এই ক্ষতি পুষিয়ে নেওয়া গ্রামীণ মানুষগুলোর পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই অনেকেই নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় শোবিজ অঙ্গনের তারকারাও মানবতার ডাকে সাড়া দিচ্ছেন। জনপ্রিয় অনেক তারকা নিজে যেমন সহযোগিতায় এগিয়ে আসছেন, তেমনি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
শনিবার (১৯ আগস্ট) নিজের ফেবসুকের মাধ্যমে তিনি বলেছেন, দেশের এই বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ ভুক্তভোগী। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আকাশ নিউজ ডেস্ক 






















