অাকাশ বিনোদন ডেস্ক:
শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকা আমির খান। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। বুধবার (১৬ আগস্ট ) আবারও শুটিং স্টুডিও আন্ধিরাতে যেতে দেখা গেছে আমির খানকে। সোয়াইন ফ্লূতে আক্রান্ত হয়ে আমিরের ওজন অনেক কমেছে। কিন্তু তার নাকে নাক ফুলটি এখনো আছে, যে নাক ফুলটি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির জন্য আমির পড়েছিলেন।
‘থাগস অব হিন্দুস্তান’ ছবির জন্য নাকি বেশ ঘাম ঝরিয়েছেন আমির। ওজন কমিয়েছেন ২০ কেজি। এ ছাড়া তিনি সত্যিই নাক ও কান ফুটিয়েছেন বলে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে দাবি করছে আমিরভক্তরা। ‘থাগস অব হিন্দুস্তান’ মূলত অ্যাকশন-ড্রামাধর্মী ছবি। সেখানে আমিরের পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। মিড- ডে।
আকাশ নিউজ ডেস্ক 






















