অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের পূর্বাঞ্চলে সিরিয় সীমান্তের কাছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
পার্বত্য জুরুদ আর্সাল সীমান্ত অঞ্চলের কথা উল্লেখ করে শনিবার দেশটির সেনা প্রধান জেনারেল জোসেফ আউন বলেন, ‘লেবাননের নামে, লেবাননের অপহৃত সৈন্যদের নামে এবং লেবাননের শহিদ সৈন্যদের নামে আমি ‘ডন অব জুরুদ’ অভিযানের ঘোষণা দিচ্ছি।
প্রসঙ্গত, সিরিয়ার সরকার বিরোধী জঙ্গিরা বছরের পর বছর ধরে জুরুদ অর্সালকে আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়া দেশটির ছয় বছরের যুদ্ধে অনেক অজ্ঞাত শরর্ণার্থীও এ অঞ্চলকে আশ্রয় হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
আকাশ নিউজ ডেস্ক 

























