ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

রংপুরে র‌্যাবের হাতে ৭ জঙ্গি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের সন্ত্রাসী হামলার জন্য মরিয়া হয়ে ওঠেছে জঙ্গি সংগঠন জেএমবি ও এটিবি। তাদের এ ধরনের একটি বড় হামলার পরিকল্পনার আগেই ৭ জঙ্গিকে গ্রেফতার করছে র‌্যাব-১৩ রংপুরের একটি দল।

এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র,গুলি, বোমা তৈরির ডিভাইস, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ জঙ্গি তৎপরতার নথিপত্র ও পুস্তক উদ্ধার করা হয়।

বুধবার র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক মো. মোজাম্মেল হক (ডিআইজি) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. হাসান আলী লাল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার। এদের বিরুদ্ধে লালমনিরহাট কালীগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মো. মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও তালেবান মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠন পরিচালনা করে আসছে। তারা কেন্দ্রের নেতৃত্বকে অনুসরণ করে কাজ করে থাকে।

তবে সরাসরি আন্তর্জাতিক পর্যায়ে এদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই বলে দাবি করে তিনি বলেন, এ বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছি।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মুসরত মদাতী গ্রামের ভোটমারী-কাগজীপাড়া সড়কে একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি) এর কেন্দ্রীয় সুরা সদস্য আঞ্চলিক সমন্বয়কারী ভোটমারী আদর্শ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল (৩৮), একই এলাকার আব্দুল জলিলের ছেলে জেএমবির কেন্দ্রীয় শুরা সদস্য মো. আসমত আলী লাল্টু (২৭), নতুন ইকটারী গ্রামের মুনছার আলীর ছেলে এটিবির সামরিক শাখার সক্রিয় সদস্য মো. শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), চরবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আবু নাঈম মিস্টার (১৯), ভোটমারী আদর্শপাড়া বটতলার সিরাজুল ইসলামের আলী হোসেন (২৫), বুড়িমারী থেকে জেএমবির সক্রিয় সদস্য মির্জারকোট মজিবুর রহমানের ছেলে তমিজুল ইসলাম (৩৯) ও গিয়াস উদ্দিনের ছেলে সুন্নাহ ইসলাম সুন্নাকে (২১) গ্রেফতার করে র‌্যাব।

আটককৃত জঙ্গিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায় দুই বছর ধরে এ অঞ্চলে এটিবি ও জেএমবি যৌথভাবে জঙ্গি সদস্যদের সংগঠিত করার কাজ করছে। তারা তাদের পুরাতন সদস্য ও নতুন সদস্য সংগ্রহ করে সংসদ নির্বাচনের আগে রংপুর-লালমনিরহাট জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা এ জন্য অর্থ, গোলাবারুদ, জঙ্গিবাদী বইপত্র ও গোপনে হত্যার পরিকল্পনার কৌশল। বোমা হামলার জন্য কাঁচামাল সংগ্রহ করছিল।

এ জন্য উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলাকে নিরাপদ মনে করে সেখানে বসেই পরিকল্পনা করছিল। এর আগেও কুড়িগ্রাম,রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-পুলিশ ১৭ জঙ্গিকে গ্রেফতার করেছিল। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা ২৩ এ দাঁড়াল।

র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক আরও জানান, জঙ্গিরা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে গোপনে সংগঠিত হচ্ছে। এ জন্য তারা উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলা নিরাপদ মনে করে সেখানে বসে সন্ত্রাসী হামলার ছক আঁকছে।

তিনি জানান, লালমনিরহাট জেলা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সঙ্গে লাগোয়া জেলা। এ ছাড়া এ জেলায় নদীর দুর্গম চরাঞ্চল ও সড়ক যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় জঙ্গিদের সহজে ভারতের সীমান্ত পালিয়ে থাকা সুবিধাজনক। তাই এরা এই অঞ্চলকে নিরাপদ মনে করে অবস্থান নিয়েছে।

র‌্যাব-১৩ অধিনায়ক জানান, তাদের গোপন আস্তানাগুলোর খবর এখন র‌্যাব-১৩ এর হাতে রয়েছে। র‌্যাব-সেভাবে তাদের নজরদারির মাধ্যমে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। তবে এরা একই স্থানে সব সময় অবস্থান না করায় তাদের গতিবিধি নজরে রাখা কষ্টসাধ্য হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন তথ্য তারা স্বীকার করেছে। তারা সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দ্বারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা, হামলার ছক, গোলাবারুদ মজুত ও প্রশিক্ষণ দিচ্ছিল।

র‌্যাব-১৩ অধিনায়ক জানান, গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যমতে রংপুর-লালমনিরহাট এলাকায় তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

রংপুরে র‌্যাবের হাতে ৭ জঙ্গি গ্রেফতার

আপডেট সময় ১১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের সন্ত্রাসী হামলার জন্য মরিয়া হয়ে ওঠেছে জঙ্গি সংগঠন জেএমবি ও এটিবি। তাদের এ ধরনের একটি বড় হামলার পরিকল্পনার আগেই ৭ জঙ্গিকে গ্রেফতার করছে র‌্যাব-১৩ রংপুরের একটি দল।

এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র,গুলি, বোমা তৈরির ডিভাইস, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ জঙ্গি তৎপরতার নথিপত্র ও পুস্তক উদ্ধার করা হয়।

বুধবার র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক মো. মোজাম্মেল হক (ডিআইজি) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. হাসান আলী লাল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার। এদের বিরুদ্ধে লালমনিরহাট কালীগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মো. মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও তালেবান মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠন পরিচালনা করে আসছে। তারা কেন্দ্রের নেতৃত্বকে অনুসরণ করে কাজ করে থাকে।

তবে সরাসরি আন্তর্জাতিক পর্যায়ে এদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই বলে দাবি করে তিনি বলেন, এ বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছি।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মুসরত মদাতী গ্রামের ভোটমারী-কাগজীপাড়া সড়কে একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি) এর কেন্দ্রীয় সুরা সদস্য আঞ্চলিক সমন্বয়কারী ভোটমারী আদর্শ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল (৩৮), একই এলাকার আব্দুল জলিলের ছেলে জেএমবির কেন্দ্রীয় শুরা সদস্য মো. আসমত আলী লাল্টু (২৭), নতুন ইকটারী গ্রামের মুনছার আলীর ছেলে এটিবির সামরিক শাখার সক্রিয় সদস্য মো. শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), চরবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আবু নাঈম মিস্টার (১৯), ভোটমারী আদর্শপাড়া বটতলার সিরাজুল ইসলামের আলী হোসেন (২৫), বুড়িমারী থেকে জেএমবির সক্রিয় সদস্য মির্জারকোট মজিবুর রহমানের ছেলে তমিজুল ইসলাম (৩৯) ও গিয়াস উদ্দিনের ছেলে সুন্নাহ ইসলাম সুন্নাকে (২১) গ্রেফতার করে র‌্যাব।

আটককৃত জঙ্গিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায় দুই বছর ধরে এ অঞ্চলে এটিবি ও জেএমবি যৌথভাবে জঙ্গি সদস্যদের সংগঠিত করার কাজ করছে। তারা তাদের পুরাতন সদস্য ও নতুন সদস্য সংগ্রহ করে সংসদ নির্বাচনের আগে রংপুর-লালমনিরহাট জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা এ জন্য অর্থ, গোলাবারুদ, জঙ্গিবাদী বইপত্র ও গোপনে হত্যার পরিকল্পনার কৌশল। বোমা হামলার জন্য কাঁচামাল সংগ্রহ করছিল।

এ জন্য উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলাকে নিরাপদ মনে করে সেখানে বসেই পরিকল্পনা করছিল। এর আগেও কুড়িগ্রাম,রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-পুলিশ ১৭ জঙ্গিকে গ্রেফতার করেছিল। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা ২৩ এ দাঁড়াল।

র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক আরও জানান, জঙ্গিরা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে গোপনে সংগঠিত হচ্ছে। এ জন্য তারা উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলা নিরাপদ মনে করে সেখানে বসে সন্ত্রাসী হামলার ছক আঁকছে।

তিনি জানান, লালমনিরহাট জেলা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সঙ্গে লাগোয়া জেলা। এ ছাড়া এ জেলায় নদীর দুর্গম চরাঞ্চল ও সড়ক যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় জঙ্গিদের সহজে ভারতের সীমান্ত পালিয়ে থাকা সুবিধাজনক। তাই এরা এই অঞ্চলকে নিরাপদ মনে করে অবস্থান নিয়েছে।

র‌্যাব-১৩ অধিনায়ক জানান, তাদের গোপন আস্তানাগুলোর খবর এখন র‌্যাব-১৩ এর হাতে রয়েছে। র‌্যাব-সেভাবে তাদের নজরদারির মাধ্যমে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। তবে এরা একই স্থানে সব সময় অবস্থান না করায় তাদের গতিবিধি নজরে রাখা কষ্টসাধ্য হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন তথ্য তারা স্বীকার করেছে। তারা সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দ্বারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা, হামলার ছক, গোলাবারুদ মজুত ও প্রশিক্ষণ দিচ্ছিল।

র‌্যাব-১৩ অধিনায়ক জানান, গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যমতে রংপুর-লালমনিরহাট এলাকায় তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।