ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রেমের বিয়ের পর যৌতুক নিয়ে বিতণ্ডা, ট্রেনের নিচে ঝাঁপ কলেজছাত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে লালমনিরহাটগামী বুড়িমারী লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অনিমা রানী (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের পার্শ্ববর্তী সাকোয়া ব্রিজের রেললাইনের ওপর এই ঘটনাটি ঘটে।

নিহত অনিমা রানী উপজেলার রামপুর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের অনীল চন্দ্র মহন্তের মেয়ে। তিনি খোলাহটি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিমা রানীর সঙ্গে পাশের গ্রামে শুশীল চন্দ্র মহন্তের ছেলে সাধন চন্দ্র মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক মাস আগে তাদের অনৈতিক সম্পর্কের কারণে স্থানীয়রা আটক করে দুজনকে খোলাহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের কাছে নিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ ও শিক্ষকসহ ওই দিনই কলেজকক্ষে মালাবদলের মধ্যে দিয়ে বিয়ের প্রাথমিক কাজ সম্পন্ন করে। অভিভাবকের কাছে সামাজিক আনুষ্ঠানিকতাসহ বিয়ের আনুষঙ্গিক কাজ সেরে ফেলার কথা বলে তাদের দুজনকে পরিবারের হাতে তুলে দেন।

এরই মধ্যে দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বাদানুবাদ সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে অনীল চন্দ্রের বাড়িতে একই বিষয়ে বাগ্বিতণ্ডা বাধে। বুধবার সকালে গ্রামের পাশের সাকোয়া ব্রিজের কাছে রেললাইনের ওপর পড়ে থাকা অনিমা রানীর লাশ দেখতে পায় স্থানীয়রা।

তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রংপুর রেলওয়ে থানার এসআই সিদ্দিক ও তার সঙ্গীও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মর্গে পাঠায়।

মেয়েটির বাবা অনীল চন্দ্র জানান, সামাজিকতা রক্ষায় বরপক্ষকে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল দেয়া হয়েছে।

সাধন চন্দ্রের মা ভারতি রানী জানান, আগামী ২৮ অগ্রহায়ণে বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনীমা রানীকে ঘরে তোলার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রেমের বিয়ের পর যৌতুক নিয়ে বিতণ্ডা, ট্রেনের নিচে ঝাঁপ কলেজছাত্রীর

আপডেট সময় ১১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে লালমনিরহাটগামী বুড়িমারী লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অনিমা রানী (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের পার্শ্ববর্তী সাকোয়া ব্রিজের রেললাইনের ওপর এই ঘটনাটি ঘটে।

নিহত অনিমা রানী উপজেলার রামপুর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের অনীল চন্দ্র মহন্তের মেয়ে। তিনি খোলাহটি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিমা রানীর সঙ্গে পাশের গ্রামে শুশীল চন্দ্র মহন্তের ছেলে সাধন চন্দ্র মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক মাস আগে তাদের অনৈতিক সম্পর্কের কারণে স্থানীয়রা আটক করে দুজনকে খোলাহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের কাছে নিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ ও শিক্ষকসহ ওই দিনই কলেজকক্ষে মালাবদলের মধ্যে দিয়ে বিয়ের প্রাথমিক কাজ সম্পন্ন করে। অভিভাবকের কাছে সামাজিক আনুষ্ঠানিকতাসহ বিয়ের আনুষঙ্গিক কাজ সেরে ফেলার কথা বলে তাদের দুজনকে পরিবারের হাতে তুলে দেন।

এরই মধ্যে দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বাদানুবাদ সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে অনীল চন্দ্রের বাড়িতে একই বিষয়ে বাগ্বিতণ্ডা বাধে। বুধবার সকালে গ্রামের পাশের সাকোয়া ব্রিজের কাছে রেললাইনের ওপর পড়ে থাকা অনিমা রানীর লাশ দেখতে পায় স্থানীয়রা।

তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রংপুর রেলওয়ে থানার এসআই সিদ্দিক ও তার সঙ্গীও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মর্গে পাঠায়।

মেয়েটির বাবা অনীল চন্দ্র জানান, সামাজিকতা রক্ষায় বরপক্ষকে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল দেয়া হয়েছে।

সাধন চন্দ্রের মা ভারতি রানী জানান, আগামী ২৮ অগ্রহায়ণে বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনীমা রানীকে ঘরে তোলার কথা ছিল।