অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে হজ পালন করতে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ১৬ জনে। স্থানীয় সময় বুধবার সকালে মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. আবদুল হামিদ পাইকার (৬৪)। তার বাড়ি বগুড়া পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে।
অন্যদিকে মদিনায় ইয়ার আহমদ (৫৬) নামের আরেক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর গ্রামে।
মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৬৭ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের মক্কায় ও দু’জনের মদিনায় মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























