অাকাশ বিনোদন ডেস্ক:
দুই বছরের জন্য নাভানা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার সাথে থাকছেন রিয়াজ। এ সময়ের মধ্যে দুই তারকা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপন করবেন।
২১ আগস্ট থেকে টানা ৩দিন শুটিংয়ে অংশ নেবেন রিয়াজ-অপু। রাজধানীর একটি স্টুডিওতে ৪টি বিজ্ঞাপনের শুটিং করবেন তারা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি নতুনভাবে ভক্তদের মাঝে ফিরতে চাইছি। সে প্রচেষ্টার অংশ হিসেবে বিজ্ঞাপনগুলো করা।’
রিয়াজ-অপু এর আগে ‘শুভ বিবাহ’ ও ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বড়পর্দায় দর্শকরা তাদের রসায়ন পছন্দও করেছিলেন। তবে পরবর্তীতে আর একসঙ্গে কাজ করা হয়নি।
এদিকে ‘শুভ বিবাহ’ সিনেমার অন্য নায়ক ফেরদৌসের সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে অপুকে।
দেড় বছর বিরতির পর সম্প্রতি ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিংয়ে অংশ নিলেন অপু। শিগগিরই সিনেমাটির দুটি গানের দৃশ্যায়নে অংশ নেবেন এ নায়িকা। বর্তমানে ওজন ঝরানোর কসরত করছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















