ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ফের হৃত্বিকের বিপরীতে জুটি বাঁধছেন ক্যাটরিনা?

অাকাশ বিনোদন ডেস্ক:

জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘ব্যাং ব্যাং’-এর পর নতুন আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করতে পারেন হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার-এর জীবনীমূলক একটি সিনেমায় অভিনয়ের কথাবার্তা চলছে এই দুই তারকার। আনন্দ কুমার পাটনা ভিত্তিক কোচিং সেন্টার ‘সুপার থার্টি’র প্রতিষ্ঠাতা, প্রতিবছর যারা চরম দারিদ্রে বড় হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ত্রিশজনকে বেছে নেয় ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউটস অফ টেকনোলজিস (আইআইটি)-এ ভর্তির সুযোগ করে দিতে।

সম্প্রতি আনন্দ কুমার হৃত্বিক রোশনের সঙ্গে আলাপচারিতার পর নিজের অভিজ্ঞতা টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “এইমাত্র মুম্বাই থেকে পাটনায় ফিরছি। কিন্তু হৃত্বিক রোশনের মতো মহাতারকার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভুলতে পারছি না। যেভাবে তিনি তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছেন, তাতেই প্রমাণ পেয়েছে, কেবল শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবেও তিনি বড়মাপের।”

আনন্দ কুমারের এই টুইটের পর থেকেই কানাঘুষা চলছে, তার বায়োপিকের নায়ক হতে চলেছেন হৃত্বিক রোশনই। এর ঠিক কয়েকদিনের মধ্যেই ক্যাটরিনার সঙ্গে আড্ডার ছবি প্রকাশ করলেন আনন্দ।

নিজের বাড়িতে ক্যাটরিনার হাজির হওয়ার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “দীর্ঘ সময় ধরে আলাপ হলো ক্যাটরিনা কাইফের সঙ্গে।”

সিনে বিশেষজ্ঞরা এরমধ্যেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তারপরও অনেকেই ধারণা করছেন ‘কুইন’খ্যাত নির্মাতা বিকাশ বেহল পরিচালিত আনন্দ কুমারের বায়োপিকের নায়ক-নায়িকা হবেন এই দুজনই!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ফের হৃত্বিকের বিপরীতে জুটি বাঁধছেন ক্যাটরিনা?

আপডেট সময় ০৫:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘ব্যাং ব্যাং’-এর পর নতুন আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করতে পারেন হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার-এর জীবনীমূলক একটি সিনেমায় অভিনয়ের কথাবার্তা চলছে এই দুই তারকার। আনন্দ কুমার পাটনা ভিত্তিক কোচিং সেন্টার ‘সুপার থার্টি’র প্রতিষ্ঠাতা, প্রতিবছর যারা চরম দারিদ্রে বড় হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ত্রিশজনকে বেছে নেয় ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউটস অফ টেকনোলজিস (আইআইটি)-এ ভর্তির সুযোগ করে দিতে।

সম্প্রতি আনন্দ কুমার হৃত্বিক রোশনের সঙ্গে আলাপচারিতার পর নিজের অভিজ্ঞতা টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “এইমাত্র মুম্বাই থেকে পাটনায় ফিরছি। কিন্তু হৃত্বিক রোশনের মতো মহাতারকার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভুলতে পারছি না। যেভাবে তিনি তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছেন, তাতেই প্রমাণ পেয়েছে, কেবল শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবেও তিনি বড়মাপের।”

আনন্দ কুমারের এই টুইটের পর থেকেই কানাঘুষা চলছে, তার বায়োপিকের নায়ক হতে চলেছেন হৃত্বিক রোশনই। এর ঠিক কয়েকদিনের মধ্যেই ক্যাটরিনার সঙ্গে আড্ডার ছবি প্রকাশ করলেন আনন্দ।

নিজের বাড়িতে ক্যাটরিনার হাজির হওয়ার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “দীর্ঘ সময় ধরে আলাপ হলো ক্যাটরিনা কাইফের সঙ্গে।”

সিনে বিশেষজ্ঞরা এরমধ্যেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তারপরও অনেকেই ধারণা করছেন ‘কুইন’খ্যাত নির্মাতা বিকাশ বেহল পরিচালিত আনন্দ কুমারের বায়োপিকের নায়ক-নায়িকা হবেন এই দুজনই!