ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বিচ্ছেদের পর কেমন আছেন শখ

অাকাশ বিনোদন ডেস্ক: 

যেখানে থাকার কথা সেখানে নেই আনিকা কবির শখ। অভিনয়ে উদাসীনতা ও ব্যক্তিগত ঝামেলায় বারবার হোঁচট খেতে হয়েছে তাকে। সর্বশেষ জুলাই মাসে মডেল নিলয় আলমগীরের সাথে বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর ব্যক্তিগত বিষয় নিয়ে মুখে কুলোপ এঁটেছেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বিনয়ের সাথে বলেছেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যেন কোনো প্রশ্ন না করা হয়। কিন্তু প্রশ্ন বন্ধ হলে কি ভেঙে যাওয়া ক্যারিয়ার ঠিক হবে? শখের উত্তর বেশ সাবলীল, ‘ঠিক, কতটুকু হবে জানি না, তবে নিজের প্রতিভার বিকাশ ঘটানোর স্বাধীনতা পাব। এই স্বাধীনতা আমার অনেক দিনের কাঙ্ক্ষিত। কোনো কাজ যখন ইচ্ছার মতো করে বাস্তবায়ন হয়, তখন অনেক দূরের গন্তব্যও কাছে টেনে আনা যায়। আশা করব এ জন্য সবার সহযোগিতা পাব।’

সম্প্রতি প্রকাশ হওয়া বিয়েবিচ্ছেদের বিষয়ে কিছু বলতে না চাইলেও এই খবর প্রকাশের পর তার কাজের ব্যস্ততা অনেক বেড়েছে। শখ বলেন, ‘গত মাসের মাঝামাঝি সময় থেকে কাজের অফার বেশি করে আসছে। তাই গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে আমাকে বেশি নাটকে দেখা যাবে।’

তার সিডিউল এখন এতটাই ব্যস্ত যে বেশ কয়েকজন গুণী নির্মাতার কাজও হাতছাড়া করতে হয়েছে। এ জন্য শখের মনও মাঝে মধ্যে কিছুটা খারাপ হয়েছে। তবে যাদের নাটকে তিনি শুটিং করছেন এবং করবেন তারাও বেশ যত্ন নিয়েই তাকে দিয়ে অভিনয় করাচ্ছেন। গল্প ও চরিত্র ভালো হলেই শখ অভিনয় করছেন ঈদ বিশেষ নাটক, টেলিফিল্ম ও ঈদ ধারাবাহিকে।

গত ঈদের মতো এবারের ঈদেও শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গত বুধবার থেকে শখ রাজধানীর লক্ষ্মীবাজারে সাগর জাহানের নির্দেশনায় ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিং শুরু করেছেন। এতে শখ পারিহা চরিত্রে অভিনয় করছেন।

শখ বলেন, ‘সাগর ভাইয়ার নির্দেশনায় কাজ করা সবসময়ই আমি দারুণ উপভোগ করি। এর সাথে যদি মোশাররফ ভাই থাকেন কোআর্টিস্ট হিসেবে, তখন কাজটাও হয়ে ওঠে উপভোগ্য। আশা করছি এ নাটকটিও দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। বরাবরের মতো ধন্যবাদ দিতেই হয় সাগর ভাইকে। কারণ তিনি আমার অভিনয়কে পছন্দ করেন বলেই আমাকে এ চরিত্রে কাজ করাচ্ছেন। আমিও চেষ্টা করছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’

আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে শখ অভিনীত এই নাটকটি। সাগর জাহানের নির্দেশনায় শখ প্রথম অভিনয় করেন টেলিফিল্ম ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’। এরপর ‘সিকান্দার বক্স’র সিক্যুয়ালের শেষ পর্যন্ত টানা অভিনয় করেন তিনি। এ ছাড়া এবারের ঈদে শখকে দেখা যাবে, হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’সহ একাধিক নাটকে। তাছাড়া শামীম জামানের একটি, মাবরুর রশীদ বান্নাহর তিনটি ও মেহেদী হাসান জনির পাঁচটি নাটকে শখকে অভিনয়ে দেখা যাবে।

সাগর জাহান জানান, জাহিদ হাসান ও শখকে নিয়ে আরেকটি খণ্ড নাটক নির্মাণ করবেন তিনি। ২২ থেকে ২৯ আগস্ট শখ কক্সবাজারে ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। ঢাকায় ফিরে শুরু করবেন নতুন আরেকটি নাটকের শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বিচ্ছেদের পর কেমন আছেন শখ

আপডেট সময় ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক: 

যেখানে থাকার কথা সেখানে নেই আনিকা কবির শখ। অভিনয়ে উদাসীনতা ও ব্যক্তিগত ঝামেলায় বারবার হোঁচট খেতে হয়েছে তাকে। সর্বশেষ জুলাই মাসে মডেল নিলয় আলমগীরের সাথে বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর ব্যক্তিগত বিষয় নিয়ে মুখে কুলোপ এঁটেছেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বিনয়ের সাথে বলেছেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যেন কোনো প্রশ্ন না করা হয়। কিন্তু প্রশ্ন বন্ধ হলে কি ভেঙে যাওয়া ক্যারিয়ার ঠিক হবে? শখের উত্তর বেশ সাবলীল, ‘ঠিক, কতটুকু হবে জানি না, তবে নিজের প্রতিভার বিকাশ ঘটানোর স্বাধীনতা পাব। এই স্বাধীনতা আমার অনেক দিনের কাঙ্ক্ষিত। কোনো কাজ যখন ইচ্ছার মতো করে বাস্তবায়ন হয়, তখন অনেক দূরের গন্তব্যও কাছে টেনে আনা যায়। আশা করব এ জন্য সবার সহযোগিতা পাব।’

সম্প্রতি প্রকাশ হওয়া বিয়েবিচ্ছেদের বিষয়ে কিছু বলতে না চাইলেও এই খবর প্রকাশের পর তার কাজের ব্যস্ততা অনেক বেড়েছে। শখ বলেন, ‘গত মাসের মাঝামাঝি সময় থেকে কাজের অফার বেশি করে আসছে। তাই গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে আমাকে বেশি নাটকে দেখা যাবে।’

তার সিডিউল এখন এতটাই ব্যস্ত যে বেশ কয়েকজন গুণী নির্মাতার কাজও হাতছাড়া করতে হয়েছে। এ জন্য শখের মনও মাঝে মধ্যে কিছুটা খারাপ হয়েছে। তবে যাদের নাটকে তিনি শুটিং করছেন এবং করবেন তারাও বেশ যত্ন নিয়েই তাকে দিয়ে অভিনয় করাচ্ছেন। গল্প ও চরিত্র ভালো হলেই শখ অভিনয় করছেন ঈদ বিশেষ নাটক, টেলিফিল্ম ও ঈদ ধারাবাহিকে।

গত ঈদের মতো এবারের ঈদেও শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গত বুধবার থেকে শখ রাজধানীর লক্ষ্মীবাজারে সাগর জাহানের নির্দেশনায় ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিং শুরু করেছেন। এতে শখ পারিহা চরিত্রে অভিনয় করছেন।

শখ বলেন, ‘সাগর ভাইয়ার নির্দেশনায় কাজ করা সবসময়ই আমি দারুণ উপভোগ করি। এর সাথে যদি মোশাররফ ভাই থাকেন কোআর্টিস্ট হিসেবে, তখন কাজটাও হয়ে ওঠে উপভোগ্য। আশা করছি এ নাটকটিও দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। বরাবরের মতো ধন্যবাদ দিতেই হয় সাগর ভাইকে। কারণ তিনি আমার অভিনয়কে পছন্দ করেন বলেই আমাকে এ চরিত্রে কাজ করাচ্ছেন। আমিও চেষ্টা করছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’

আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে শখ অভিনীত এই নাটকটি। সাগর জাহানের নির্দেশনায় শখ প্রথম অভিনয় করেন টেলিফিল্ম ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’। এরপর ‘সিকান্দার বক্স’র সিক্যুয়ালের শেষ পর্যন্ত টানা অভিনয় করেন তিনি। এ ছাড়া এবারের ঈদে শখকে দেখা যাবে, হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’সহ একাধিক নাটকে। তাছাড়া শামীম জামানের একটি, মাবরুর রশীদ বান্নাহর তিনটি ও মেহেদী হাসান জনির পাঁচটি নাটকে শখকে অভিনয়ে দেখা যাবে।

সাগর জাহান জানান, জাহিদ হাসান ও শখকে নিয়ে আরেকটি খণ্ড নাটক নির্মাণ করবেন তিনি। ২২ থেকে ২৯ আগস্ট শখ কক্সবাজারে ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। ঢাকায় ফিরে শুরু করবেন নতুন আরেকটি নাটকের শুটিং।