ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। কালোপতাকা মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দিলে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন জিন্নাহ, পাপ্পু, ইবরাহিম ও শিহাব। তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। এদের মধ্যে জিন্নাহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে সমবেত হয়ে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে বিএনপির নেতাকর্মীরা ভুবন মোহন পার্কে জড়ো হয়ে পথসভা করেন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, বিএনপি নেতারা ভুবন মোহন পার্কে কর্মসূচি পালন করার অনুমতি নেন। কিন্তু তারা মূল সড়কে নেমে মিছিল বের করেন। এতে পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ কারণে তাদের মিছিলে বাধা দেয়া হয়। তখন উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে সেখান থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে আটক ৪

আপডেট সময় ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। কালোপতাকা মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দিলে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন জিন্নাহ, পাপ্পু, ইবরাহিম ও শিহাব। তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। এদের মধ্যে জিন্নাহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে সমবেত হয়ে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে বিএনপির নেতাকর্মীরা ভুবন মোহন পার্কে জড়ো হয়ে পথসভা করেন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, বিএনপি নেতারা ভুবন মোহন পার্কে কর্মসূচি পালন করার অনুমতি নেন। কিন্তু তারা মূল সড়কে নেমে মিছিল বের করেন। এতে পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ কারণে তাদের মিছিলে বাধা দেয়া হয়। তখন উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে সেখান থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।