অাকাশ জাতীয় ডেস্ক:
আগামীকাল বৃহস্পতিবার থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীর তীরে তিনদিন ব্যাপী ‘পটুয়াখালী জেলা ইজতেমা’ শুরু হবে।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ইজতেমার প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিরা সেচ্ছাশ্রমে ইজতেমার মাঠ প্রস্তুত করছেন।
ইতোমধ্যে রান্নাঘর, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, টয়লেট ও গোসলখানাও তৈরি করা হয়েছে।
বর্তমানে প্যান্ডেল- ছামিয়ানা লাগানোর কাজ চলছে।
ইজতেমা আয়োজকরা জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনব্যাপী উপজেলার আগুনমুখা নদীর তীরের ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকায় ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমায় জেলার সদর উপজেলা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দশমিনা, দুমকি বাউফল ও রাঙ্গাবালী উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে তারা জানান।
এছাড়া অন্য জেলার পাশাপাশি বিদেশী মুসল্লি-সাথীরাও ইজতেমায় অংশ নিবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।
ইজতেমা আয়োজনের দায়িত্বে নিয়োজিত আমির মো: ফয়সাল হোসাইন বলেন, ‘রাঙ্গাবালী উপজেলায় জেলা ইজতেমার আয়োজন করায় স্থানীয় মুসল্লিরা আনন্দিত। এখানে জেলার ৮টি উপজেলার মুসল্লি-সাথীদের পাশাপাশি বিদেশীরাও অংশ নিবেন।
তাই খাবার পানি, টয়লেট, বিদুৎ ও মাইকের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। দেশী-বিদেশী মুসল্লি-সাথীদের থাকার কামরা তৈরি করা হয়েছে।
আশা করছি, এখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে। তবে আখেরি মোনাজাতের দিন অনেক মানুষ হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























