অাকাশ জাতীয় ডেস্ক:
হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতেও একটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হচ্ছে। বিভাগীয় এই শহরের লক্ষ্মীপুর এলাকায় নিজস্ব জমিতে বিশেষায়িত এই হাসপাতাল গড়ে তোলা হবে।
মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
সেখানে প্রথম পর্যায়ে ১০০ বেড বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। প্রকল্পটি গত ৪ জুলাই অনুমোদিত হয়। এ বছরের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।
সমাজসেবা অধিদফতর এটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত হাসপাতালটি ৩টি ফেইজে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর মধ্যে প্রথম ফেইজে ১০তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন নির্মাণ করা হবে। পরবর্তী ২ ফেইজে অপর ৫তলা নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।
এ প্রকল্পের আওতায় নির্মিতব্য হাসপাতালে একটি ক্যাথল্যাব ও একটি কার্ডিয়াক অপারেশন থিয়েটার স্থাপন করা হবে। এছাড়াও থাকবে ৮টি আইসিইউ বেড, ৬টি এইচডিইউ বেড, ১০টি সিসিইউ বেড, ৬টি পিসিসিইউ বেড, ৫৩টি জেনারেল বেড এবং ১৭টি কেবিন।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষ বিনামূল্যে এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাবেন। তিনি বলেন, হৃদরোগ মোকাবিলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।
মেনন বলেন, বর্তমান সরকার সব মানুষের মৌলিক চাহিদা পূরণে বিধবা ভাতা, বয়স্কভাতা, যুক্তিযুদ্ধভাতা চালু করেছে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জুলফিকার হায়দার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























