অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইলে বঙ্গমাতা ফুটবলার শিশু সুবর্ণা (১০) সোমবার জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়। সে ২০১৭ সনে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের রানার্সআপ দলের সদস্য ছিল।
জানা যায়, নান্দাইল উপজেলার বাশহাটি গ্রামের মেছবাহ উদ্দিনের (সূর্বণার বাবা) সঙ্গে চাচা মৃত আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার পুনরায় বিরোধের একপর্যায়ে তার চাচাতো ভাই শফিকুল ইসলামের ভাড়াটিয়া লোক নজরুল ইসলামের রডের আঘাতে সুবর্ণা গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় সূর্বণাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ ওই দুর্বৃত্তকে আটক করতে পারেনি।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রুহুল কদ্দুস খান বলেন, অভিযুক্ত নজরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























