অাকাশ জাতীয় ডেস্ক:
কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. তাজমহল হীরক।
রোববার তিনি কালাই উপজেলার তালোড়া বাইগুনী চারমাথা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে মোটরসাইকেলের একটি বহরসহ শান্তিনগর বাজার, মোসলেমগঞ্জ হাট, বৈরাগীরহাট, মাত্রাই বাজার ও ক্ষেতলাল উপজেলা সদরসহ পাঠানপাড়া বাজার, গণমঙ্গল বাজার, নিশ্চিন্তা বাজার এবং আক্কেলপুর উপজেলার বিভিন্ন জনবহুল এলাকার সাধারণ মানুষের সঙ্গে দিনব্যাপী গণসংযোগ করেন। গণসংযোগের সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তার লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























