অাকাশ জাতীয় ডেস্ক:
২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার এ ফল প্রকাশ করা হয়।
জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য চার হাজার ৬৮ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। আর অপেক্ষমাণ রাখা হয়েছে ৫০০ জনকে।
গত শুক্রবার দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে আবেদনকারী ৬৫ হাজার ৯১৯ জন হলেও পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ২৬ পরীক্ষার্থী।
এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি নেয়া হয়। এর মধ্যে পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ শিক্ষার্থী।
আকাশ নিউজ ডেস্ক 

























