অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরাকে আইএসের আত্মঘাতী হামলায় মৃত্যু হল ৬ পুলিসকর্মীর। ইরাক পুলিস সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় ভোরে বাগদাদের কাছে বাইজি শহরের টুজ–খুরমাটো এবং জুইওয়াহ এলাকায় সেনা এবং পুলিসের শিবির হামলা চালায় ৫ জঙ্গি। কয়েক ঘণ্টা গুলির লড়াইয়ের পর দুই জায়গাতেই নিজেদের উড়িয়ে দেয় ৫ জঙ্গি। পুলিস পোস্টে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ৬ পুলিসকর্মীর। জখম হন ৭ জন। সেনার হাশদ শাবি শাখার শিবিরে মৃত্যু হয় এক জওয়ানের।
বুধবার বিকেলের পর বাগদাদ–বাইজি সড়কের দখল নেয় ইরাক সেনা। রবিবারই গোপন সূত্রে খবর পেয়ে ইরাকের সালাউদ্দিন প্রদেশের জারকায় মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে আইএস জঙ্গিদের উপর অভিযান চালিয়েছিল ইরাক সেনা। অভিযানে খতম হয়ে বহু আইএস জঙ্গি। তার প্রতিশোধ নিতেই এই হামলা বলে মনে করছে ইরাক সেনাবাহিনী।
সম্প্রতি আইএসের হাত থেকে বাইজির দখল নিয়েছে সেনাবাহিনী।
বাইজিকে মোসুলে আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে তারা।
আকাশ নিউজ ডেস্ক 




















