অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বার্ষিক হজ তীর্থযাত্রা সহজতর করার জন্য বৃহস্পতিবার তিনি ওই নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৫ জুন কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর সৌদি আরবের সঙ্গে কাতারের সালওয়া সীমান্তসহ সব সীমান্ত বন্ধ করে দেয় রিয়াদ। দোহা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সমর্থন করছে, এমন অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি নেতৃত্বাধীন জোট।
আকাশ নিউজ ডেস্ক 




















