আকাশ স্পোর্টস ডেস্ক:
রনি তালুকদারের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে চট্রগ্রাম বিভাগকে বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ২২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা। জাতীয় ক্রিকেট লিগে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ দিনে ৪৮২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২১৪ রানে হেরেছে চট্রগ্রাম।
প্রথম ইনিংসে রনি তালুকদার ও তাইবুর রহমানের হাফ সেঞ্চুরির উপর ভর করে ২৩৮ রান তোলে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনের বোলিং নৈপুণ্যে মাত্র ১৪২ রানে সবকয়টি উইকেট হারায় চট্রগ্রাম। ৭২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে রনির ডাবল সেঞ্চুরিতে বড় টার্গেটের দিকে এগিয়ে যায় ঢাকা। তাকে উপযুক্ত সঙ্গ দেন আরেক ওপেনার আবদুল মজিদ। উদ্ভোধনী জুটিতে ঢাকা তোলে ৩৫০ রান। তারপর আর উইকেট না হারিয়ে ৩৮৫ রানে ইংনিস ঘোষণা করে দলটি।
৪৮২ রানের পর্বতসম লক্ষ্য তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে চট্রগাম। ২৬৭ রানেই তারা সবকয়টি উইকেট হারিয়ে ফেলে। ফলে ম্যাচটি ঢাকা জিতে নেয় ২১৪ রানে। চট্রগ্রামের পক্ষে মমিনুল হক (৬২) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৬০) রান করেন। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের নাজমুল ইসলাম অপু সর্বোচ্চ ৫টি উইকেট পেয়েছেন। অন্যদিকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট লাভ করেন শাহাদাত হোসেন।
প্রথম ইনিংসে ৫৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার।
আকাশ নিউজ ডেস্ক 

























