অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সবক’টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভোটকেন্দ্র ভিত্তিক কেন্দ্ররক্ষা কমিটি গঠন করেছে। পাশাপাশি ২০ দলীয় ঐক্যজোট প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রভিত্তিক সবক’টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কেন্দ্র কমিটি চূড়ান্ত করেছে।
২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী জনসভা করেছেন। জনসভায় তিনি দলীয় নেতাকর্মীদের বলেছেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য নির্দেশ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগস্ট মাসে ঈদুল আজহা উপলক্ষে নির্বাচনী এলাকা নিজ গ্রামের বাড়িতে এসে ৫ দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এরপর থেকে তিনি আর তার নির্বাচনী এলাকায় আসেননি।
যদিও বিএনপি কেন্দ্র কমিটি সম্পন্ন করেছে, মাঠ পর্যায়ে তাদের প্রচার-প্রচারণা দৃশ্যমান নেই। বিএনপির নেতাদের অভিযোগ, প্রতিদিন পুলিশ বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ঘর তল্লাশি করছে। ইতোমধ্যে বিএনপি, জামায়াতের অনেক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























