অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী ৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে রাজশাহী ফিরে লিটন নিজেই এ কথা জানিয়েছেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে ট্রেনযোগে তিনি খুলনা থেকে রাজশাহী ফেরেন। এ সময় স্টেশনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে লিটন বলেন, আগামী ৭ অক্টোবর আমার দায়িত্বগ্রহণ করার তারিখ নির্ধারিত হয়েছে। সেদিনই আমি অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।
তিনি বলেন, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও খুলনার মেয়র আসবেন। দায়িত্ব নেয়ার পর পুরো শহরকে আবার ঢেলে সাজানোর কাজ শুরু করব। রাজশাহীকে দেশের সেরা শহরে পরিণত করতে চাই।
এর আগে গত ৩০ জুলাই রাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।
আগামী ৭ অক্টোবর লিটন দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি মেয়র পদে বিজয়ী হয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























