অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় নির্বাচনে বরাবরই আলোচনায় থাকা সিলেট-১ আসনে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ওই আসনের বর্তমান এমপি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে দলের জন্য কাজ করতে চাই, করে যাব।’ আপনার নির্বাচনী আসনে তিনজন প্রার্থীর কথা শোনা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রার্থী তো থাকবেই। সেখানে আমার ব্রাদার, ফরাসউদ্দিন (বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর) ও মেজবাহ উদ্দিন সিরাজের নাম শোনা যাচ্ছে। তবে ফরাসউদ্দিন ইউজলেস নেম। হ্যাঁ, সিরাজ-ফরাসউদ্দিন আর ইউজলেস নেম।’
রাজধানীর একটি হোটেলে বুধবার বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ‘দক্ষিণ এশিয়ার জীবনমানে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।
নির্বাচন নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ দেশের জাতীয় নির্বাচনে বিশ্বব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। তবে অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হয়েছে, যার মধ্যে ছিল উন্নয়ন ও অর্থের বিষয়।
আমি আইডিএ’র শেয়ার বেশি চেয়েছি। এতে ভালো সাড়াও পাওয়া গেছে। সরকারের প্রণয়ন করা একশ’ বছরের ডেল্টা প্ল্যানে বিশ্বব্যাংক অর্থায়ন করার প্রতিশ্র“তি দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, আমরা আগামীতে আবার ক্ষমতায় এসে দেশের উন্নায়নের ধারা অব্যাহত রাখতে চাই।
এ সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার বলেন, বাংলাদেশে এটি আমার প্রথম সফর। বিশ্বব্যাংকের বড় পার্টনার বাংলাদেশ। দারিদ্র্যবিমোচনে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে। এছাড়া বিশ্বব্যাংক সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি প্রতিশ্র“তি দেন।
রোহিঙ্গাদের বাংলাদেশ কতদিন ধারণ করবে- জানতে চাইলে তিনি বলেন, আমি কক্সবাজার সফর করেছি। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তা করছে। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটিকে আরও এগিয়ে আসতে হবে।
এ ব্যাপারে সহায়তার মাধ্যমে বাংলাদেশ সরকারের সক্ষমতাকে আরও বাড়াতে হবে। তিনি বলেন, কক্সবাজারে অবস্থানরত সব রোহিঙ্গার জন্য সাহায্য অব্যাহত থাকবে, যতদিন এটা সমাধান না হয়।
অপর প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কে কোনো ঘাটতি হবে না। কারণ বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের পুরনো সম্পর্ক। বিশ্বব্যাংক অগ্রাধিকার দেবে অর্থনৈতিক ইস্যুকে।
আকাশ নিউজ ডেস্ক 























