ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার

ডিনার পার্টিতে কাশ্মীরি পালক ও মালাই পনির টিক্কা

আকাশ নিউজ ডেস্ক:  

পালং শাক, পনির ও চিজের এই আইটেমটি ডিনার পার্টিতে জিভে জল আনবেই। আর আপনি যদি নিরামিশ আহার করে থাকেন তাহলে তো কথাই নেই।

আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন কাশ্মীরি পালক ও মালাই পনির টিক্কা।

উপকরণ :

২৫০ মিলি দই, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ সরষের তেল, ২ টেবিল চামচ লেবুর রস, ১/৪ চা চামচ লবণ, ১/৪ চা চামচ তন্দুরি অরেঞ্জ। ১/২ চা চামচ গরম মশালা, ১/২ চা চামচ গোল মরিচ, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা, ১০০ গ্রাম পালং শাকের পেস্ট, ৫০ গ্রাম ক্রিম চিজ, ২ কাঁচা লঙ্কা, কুচো করে কাটা, ১০০ গ্রাম টুকরো করা পনিরভ।

যেভাবে তৈরি করবেন :

দই ভালো করে ফেটে নিন। ধাপে ধাপে লঙ্কা, পালং শাক বাটা, চিজ – সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ দিয়ে পনিরের টুকরো ম্যারিনেট করে অন্তত চার ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে পনির।

স্কিউয়ারে এক সেমি, অন্তর পনিরের টুকরো রেখে তন্দুরি করে নিন। এরপর তেল মাখিয়ে নিন। এরপর ঠাণ্ডা করতে দিন। তেরঙ্গার মতো করে প্লেট সাজাতে ছবিতে যেভাবে আছে সেইভাবে পনিরের কিউব সাজিয়ে নিন। পেঁয়াজ, লেবু ও গ্রিন স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিনার পার্টিতে কাশ্মীরি পালক ও মালাই পনির টিক্কা

আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:  

পালং শাক, পনির ও চিজের এই আইটেমটি ডিনার পার্টিতে জিভে জল আনবেই। আর আপনি যদি নিরামিশ আহার করে থাকেন তাহলে তো কথাই নেই।

আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন কাশ্মীরি পালক ও মালাই পনির টিক্কা।

উপকরণ :

২৫০ মিলি দই, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ সরষের তেল, ২ টেবিল চামচ লেবুর রস, ১/৪ চা চামচ লবণ, ১/৪ চা চামচ তন্দুরি অরেঞ্জ। ১/২ চা চামচ গরম মশালা, ১/২ চা চামচ গোল মরিচ, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা, ১০০ গ্রাম পালং শাকের পেস্ট, ৫০ গ্রাম ক্রিম চিজ, ২ কাঁচা লঙ্কা, কুচো করে কাটা, ১০০ গ্রাম টুকরো করা পনিরভ।

যেভাবে তৈরি করবেন :

দই ভালো করে ফেটে নিন। ধাপে ধাপে লঙ্কা, পালং শাক বাটা, চিজ – সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ দিয়ে পনিরের টুকরো ম্যারিনেট করে অন্তত চার ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে পনির।

স্কিউয়ারে এক সেমি, অন্তর পনিরের টুকরো রেখে তন্দুরি করে নিন। এরপর তেল মাখিয়ে নিন। এরপর ঠাণ্ডা করতে দিন। তেরঙ্গার মতো করে প্লেট সাজাতে ছবিতে যেভাবে আছে সেইভাবে পনিরের কিউব সাজিয়ে নিন। পেঁয়াজ, লেবু ও গ্রিন স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করন।