অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার ভেড়ামারায় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তা মোড় এলাকায় নসিমন উল্টে নসিমনের এক হেলপার নিহত হন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যাত্রী ও মালামাল নিয়ে পাবনা থেকে নছিমনটি ভেড়ামারার চার রাস্তার মোড়ে গেলে উল্টে যায়। এসময় নসিমনের অজ্ঞাত হেলপার গুরুতর আহত হন।
নসিমনের যাত্রীরা তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নছিমন চালকসহ অপর যাত্রীরা পাবনার দিকে চলে যাওয়ায় নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটার বাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ছয় বছর বয়সী সুমাইয়া ঘটনাস্থলেই মারা গেছে।
নিহত সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।
আকাশ নিউজ ডেস্ক 
























