অাকাশ জাতীয় ডেস্ক:
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংক ২০১৭ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স অর্থাৎ ১০ হাজার ৬০৬ কোটি টাকা আহরণ করায় বাংলাদেশ ব্যাংক পুরষ্কার পেয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির, অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুল নাহার আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ ছালেহীন উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























