অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের কুলিয়ারচরের শাবানা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর স্বপ্ন ছিল উচ্চশিক্ষা লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মা-বাবার সংসারের হাল ধরার। তার সেই স্বপ্ন কেড়ে নিল বিষধর সাপ।
মঙ্গলবার রাতে লেখাপড়া শেষে শাবানা ঘুমাচ্ছিল।রাত ১টার দিকে তার বাম হাতে কামড় দেয় বিষধর সাপ।
তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শাবানার মৃত্যু হয়।
শাবানা আক্তার কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের নামাকান্দা গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্রী।
লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার যুগান্তরকে জানান, শাবানা খুবই মেধাবী ছাত্রী ছিল। তার স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে একদিন অনেক বড় হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























