ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, পুলিশের শতাধিক গুলি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিবাদ সভাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক গুলি ছুড়েছে পুলিশ।

সোমবার বিকালে সাড়ে ৩টা থেকে দফায় দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পাবলিক হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনছারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চৌমুহনী পাবলিক হল চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিবাদ সভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পাবলিক হলে সমবেত হতে থাকেন। সভা শুরু হওয়ার আগ মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সমর্থকদের সঙ্গে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর এক পর্যায়ে উভয় পক্ষের উত্তেজিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ভাঙচুর, ককটেল নিক্ষেপ শুরু হয়। এই সংঘর্ষ দফায় দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের শতাধিক ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলকালে চৌমুহনী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের সব দোকারপাট বন্ধ হয়ে যায়। বাজারের উপর ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নোয়াখালী অতিরিক্তি পুলিশ সুপার সৈকত শাহিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১০০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, পুলিশের শতাধিক গুলি

আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিবাদ সভাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক গুলি ছুড়েছে পুলিশ।

সোমবার বিকালে সাড়ে ৩টা থেকে দফায় দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পাবলিক হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনছারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চৌমুহনী পাবলিক হল চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিবাদ সভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পাবলিক হলে সমবেত হতে থাকেন। সভা শুরু হওয়ার আগ মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সমর্থকদের সঙ্গে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর এক পর্যায়ে উভয় পক্ষের উত্তেজিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ভাঙচুর, ককটেল নিক্ষেপ শুরু হয়। এই সংঘর্ষ দফায় দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের শতাধিক ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলকালে চৌমুহনী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের সব দোকারপাট বন্ধ হয়ে যায়। বাজারের উপর ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নোয়াখালী অতিরিক্তি পুলিশ সুপার সৈকত শাহিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১০০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।