অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাদক ও সন্ত্রাসকে কোনোভাবেই প্রশয় দেয়া হবে না।’
রবিবার বিকেলে কুষ্টিয়ার বটতৈল এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ৫০ জন উপকার ভোগীদের নিকট প্রস্তুতকৃত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি হানিফ আরো বলেন, এ পর্যন্ত বর্তমান সরকার আমলে কুষ্টিয়াবাসীর যে সকল দাবি উত্থাপিত হয়েছে তা সম্পূর্ণ করা হয়েছে। কুষ্টিয়ায় বাইপাস সড়ক, হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু, সুইমিং পুল, মেডিকেল কলেজ নির্মাণ সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন করা হয়েছে।
এই সরকার চেষ্টা করেছে সমগ্র দেশের উন্নয়ন করার।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমান সরকার গৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদের ঘর নির্মাণ করে দিচ্ছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























