অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত শাসিত কাশ্মীরে শনিবার বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বাহিনী। খবর এএফপি’র।
ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে কুলগাম জেলার চোউগাম-কাজিদগাউন্ড গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘চোউগামে বন্দুকযুদ্ধ চলছে। সেখনে পাঁচ জঙ্গি আটকা পড়েছে। বন্দুকযুদ্ধে এ পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে’।
পুলিশ জানায়, সেখানে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শনিবার গ্রামটি ঘিরে ফেললে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। ওই পুলিশ মুখপাত্র বলেন, ‘সেখানে অভিযান অব্যাহত রয়েছে’।
১৯৮৯ সাল থেকে এ অঞ্চলে মোতায়েন করা ভারতীয় সৈন্য ও জঙ্গিদের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























